পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়! Wikiguide IT

পড়াশোনার পাশাপাশি আয় করার উপায় লিখে ইউটিউব অথবা গুগলে সার্চ করলে অনেক উপায় পেয়ে যাবেন। তবে অনেক সময় ভুল উপায়ে আয় করতে গিয়ে অনেকে সফল হতে পারে না। তাই আমি আজকে আপনাদের পড়াশোনার পাশাপাশি আয় করার সেরা ৫ টি উপায় সম্পর্কে ধারণা দেবো যে উপায়গুলোর মাধ্যমে ভালো পরিমাণ আয় করতে পারবেন।

পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়!
পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়!


১) ফটোগ্রাফি


বর্তমান সময়ে ছবি তোলে না এমন লোকের সংখ্যা নেই বল্লেই চলে। বর্তমানে অনেক সাইটে ফটো আপলোড করেও আয় করা যায়। আর আপনার যদি প্রফেশনাল DSLR ক্যামেরা থাকে তাহলে ফটোশুট করেও ভালো এমাউন্ট আয় করা যায়।


বিয়ে বাড়িতে বা যেকোন অনুষ্ঠানে ছবি তুলে দিতে পারেন। দেখবেন ভালো পরিমাণ কালেকশন হচ্ছে ও টাকা আয়ের পথ ও তৈরি হয়ে যাচ্ছে।


২) ইউটিউবিং


ইউটিউব হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। বর্তমানে বাংলাদেশের অনেকেই ইউটিউবিং করে অনেক টাকা আয় করছে।


আপনার যেই বিষয়ে দক্ষতা আছে বা আপনার শখ রয়েছে আপনি সেই বিষয়ে ভিডিও আপলোড করে আয় করতে পারবেন। নিয়মিত ভিডিও আপলোড করলে অল্প সময়ের মধ্য আপনার চ্যানেলটি মনিটাইজ করে ফেলতে পারবেন।


আর একবার চ্যানেল মনিটাইজ হলে নিয়মিত ভিডিও আপলোড করবেন আর ভিডিওর মাধ্যমে রেভিনিউ জেনারেট হতে থাকবে।


ঘরে বসে অনলাইনে আয় করার সেরা ৫টি উপায়


৩) ব্লগিং


পড়াশোনার পাশাপাশি ব্লগিং করেও আয় করা যায়। তবে এর জন্য প্রয়োজন ডেডিকেশন।


ব্লগিং করে আয় করতে কিছুনা সময় লাগলেও একবার আয় শুরু হলে তখন আপনার অন্য কোন কাজ নাও করা লাগতে পারে কারণ ব্লগিং থেকে আয় ধীরে ধীরে বাড়তে থাকে।


আগে শুধুমাএ ইংরেজিতে ব্লগ লিখে আয় করা গেলেও বর্তমানে বাংলাতে ব্লগ লিখেও ভালো পরিমাণ আয় করা যায়। তাই দেরি না করে যদি লেখালেখি করার ইচ্ছা থাকে তাহলে আজকে থেকেই ব্লগিং শুরু করতে পারেন।


৪) অ্যাফিলিয়েট মার্কেটিং


পড়াশোনার পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো পরিমাণ আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোন পণ্য বা সেবা কমিশনের ভিওিতে প্রচার করা।


যদি কেউ আপনার প্রচারের মাধ্যমে পণ্য ক্রয় করে তাহলে আপনি নিদিষ্ট পরিমাণ একটি কমিশন পাবেন। অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে পড়াশোনার পাশাপাশি নিজের পরিবারের খরচ ও বহন করছে।


ঘরে বসে অনলাইনে আয় করার সেরা ৫টি উপায়


৫) ফেইসবুক


ফেসবুক শুধু মজা বা বিনোদনের জন্য নয় যদিও বেশিরভাগ মানুষ এটাই করে থাকে। চাইলেই ফেসবুক ব্যবহার করে নিজের একটি সফল ব্যবসা দাড় করাতে পারেন।


এছাড়াও বর্তমানে ফেসবুকেও ইউটিউবের মত ভিডিও আপলোড করে আয় করা যায়। ফেসবুকে বড় গ্রুপ তৈরি করেও নিজের পণ্য বিক্রি করে আয় করা যায়।


উপরে যে উপায় গুলো নিয়ে অলোচনা করা হয়েছে তার যেকোন একটি বিষয় নিয়ে কাজ করে করতে পারেন। সময় লাগবে শ্রম লাগবে তারপর অবশ্যই সফল হবেন। হাজার হাজার মানুষ এগুলো থেকে আয় করছে আপনি কেন পারবেন না?

Post a Comment

0 Comments